Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
গর্ব
বিস্তারিত

চরসিন্দুর ইউনিয়ন

 

ব্রিটিশ শাসনামলে আনুমানিক ১৯৪৩সালে এই ইনিয়ন গঠিত হয়। প্রথমে এই ইউনিয়ন কালীগঞ্জ থানার অধিনে ছিল পরবর্তিতে পলাশ থানা গঠিত হলে পলাশ থানার আওতায় আসে এই ইউনিয়ন। মুসলমান, হিন্দু তথা বহু ধর্মের লোক বাস করে এই ইউনিয়নে। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারনে বহু কাল আগে থেকেই বহু মানুষের প্রাণ কেন্দ্রে পরিনত হয় এই ইউনিয়ন। ঘোড়াশাল সারকার খানা, পলাশ সারকার খানা, ঘোড়াশাল তাপ বিদ্যুত কেন্দ্র, দেশবন্ধু সুগার মিল, ফৌজি চট কল ছিল এই ইউনিয়নের সমৃদ্ধির মূল কারন। ঢাকা থেকে কাছে হওয়ায় মানুষের আচার আচরন, চাল চলন অনেকটা বহুমুখি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইউনিয়নে এসেছিলেন। এই ইউনিয়নের ইতিহাস ঘাটলে দেখা যায় এখানে ব্রিটিশ আমলে হিন্দু জমিদারি প্রথা চালু ছিল, এখানকার মানুষের বেশির ভাগই ব্যবসা, চাকুরিতে জীবিকা উপার্জন করত। এই ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী যা যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এবং পূর্ব পাশদিয়ে বয়ে গেছে ব্রম্যপুত্র নদ যা ইউনিয়নকে করেছে কৃষি সমৃদ্ধ। এছাড়াও সড়ক পথ ও রেল পথ আমাদের অন্যতম যোগাযোগের মাধ্য সেই ব্রিটিশ আমল থেকেই।