গ্রাম আদালতে নভেম্বর মাসের নিষ্পত্তিকৃত মামলার রায়সমূহ
মামলা নং | শুনানী তারিখ | বিবরণ | রায়/সিদ্ধান্ত |
১৩৫ ১০/১১/১৩ইং | ২৯/১১/১৩ইং | বাদী-আফতাবউদ্দিন, পিতা- মৃত বালাহি মিয়া, সুলতানপুর। বিবাদী- হারেজা বেগম, স্বামী-মস্তফা মিয়া, সুলতানপুর। বিবাদী অন্যায় ভাবে বাদীর মেহগনী কাছ কেটে ফেলে এতে দু-পক্ষের মধ্যে দন্দের সৃষ্টি হয়। যা গ্রাম পুলিশের প্রতিবেদন, সংশ্লিষ্ট মেম্বারের জবানবন্দিতে বিবাদী দোষী প্রমানিত হয়। | বিবাদীর দোষ প্রমানীত হওয়ায় তাকে ১০,০০০/- টাকা জরিমান করা হয় যা বিবাদী ৭দিনের মধ্যে বাদীকে প্রদান করবে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস