চরসিন্দুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ২০১১ সালের নভেম্বর মাসের ২০ তারিখ চালু হয়ে আজ মানুষের চোখের মধ্য মনি হয়ে নিজ আলোয় আলোকিত হয়ে অভিরাম গতিতে চলছে। দেশ ও জাতিকে এক স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ে দিতে কাজ করে যাচ্ছে এটি।
লোকবল:
উদ্যোক্তা, সহ উদ্যোক্তা এবং শিক্ষানুবিশ নিয়ে মোট চার জন। প্রয়োজনে লোকবল বাড়ানো হয়।
যন্ত্রপাতি:
৬টি কম্পিউটার, ২টি প্রিন্টার, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ভিডিও ক্যামেরা ১টি, ষ্টিল ক্যামেরা ১টি, ক্স্যানার ২টি, ওয়েব ক্যাম ১টি, লেমিনেটর ১টি, ইউপিএস ২টি, ফটোকপি মেশিন ১টি এছাড়াও খুচরা যন্ত্রাংশ রয়েছে।
আসবাব পত্র:
৬টি টেবিল, ৭টি চেয়ার।
স্থাপনা:
চরসিন্দুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস