চরসিন্দুর ভূমি অফিস চরসিন্দুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন। পুলিশ ক্যাম্পের সাথেই। চরসিন্দুর গরু বাজারের দক্ষিন পাশে অবস্থিত। ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা এখানে পাওয়া যায়। সেবা নিতে আপনাকে চরসিন্দুর ভূমি অফিসে কসাগত।
১। খসরা পর্চা উত্তোলন করা যায়।
২। জমির খারিজ করা হয়।
৩। জমির খাজনা নেওয়া হয় ।
৪। বিভিন্ন জমির মামলা সংক্রান্ত তদন্ত করা হয়।
৫। ভূমি সংক্রান্ত আরো অনেক ধরনের সেবা দিয়ে থাকে।
আপাদত কোন তথ্য নেই পরবর্তীতে দেওয়া হবে।
0
পলাশ উপজেলা থেকে সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে চরসিন্দুর বাজার। বাজারের সাথেই ইউনিয়ন পরিষধ এর কাছে গরুবাজারের দক্ষিণ পাশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস