নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামে বিদ্যালয়টি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির দুটি ভবনে মোট ৫টি শ্রেণীকক্ষ ও ১টি অফিস কক্ষ রয়েছে। বিদ্যালয়টির পূর্ব পার্শ্বে একটি উচ্চ বিদ্যালয় ও একটি মহাবিদ্যালয় রয়েছে এবং পশ্চিম পাশে একটি বালিকা বিদ্যালয় রয়েছে। অত্র বিদ্যালয়টি সুদীর্ঘকাল ধরে শিক্ষার আলো বিতরন করে আসছে।
অত্র এলাকার স্বানামধন্য শিক্ষানুরাগী জনাব মফিজ উদ্দিন খান সাহেবের অক্লামত্ম পরিশ্রম ও অর্থায়নে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগীতায় এক মনোরম পরিবেশে ১৯৩৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসাবে তিনি দীর্ঘকাল অত্র বিদ্যালয়টি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করেন। তার মৃত্যুরপর তার সুযোগ্য সমত্মান জনাব আশরাফ উদ্দীন খান (তারা মিয়া) বিদ্যালয়টির সভাপতি হিসাবে অমত্ম্যমত্ম দক্ষতার সাথে বিদ্যালয়টি তত্বাবধান করেন। বর্তমানে তার সুযোগ্য উত্তরসুরী জনাব আলহাজ্ব কামরুল আশরাফ খান (পোটন) সাহেব বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসাবে পরিচালনা করিয়া শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের কল্যাণে সার্বিক সহযোগীতা করে আসছেন। বিদ্যালয়ে শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যমত্ম চালু আছে।
সদস্য সংখ্যাঃ ১২ জন
সদস্য সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক।
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৫%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৮%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
১ম থেকে ৫ম শ্রেণী পর্যমত্ম মোট ছাত্র-ছাত্রীর শতকরা ৪৫ হিসাবে শিক্ষাবৃত্তি পেয়ে আসছে।
ঝড়ে পড়ার হার কমেছে। ছাত্র উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
শতভাগ ভর্তি নিশ্চিত, ভবিষ্যৎ বিদ্যালয়টি ১০০% পাস এবং ১০০% উপস্থিতির নিশ্চয়তা প্রদানের ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
উপজেলা থেকে বিদ্যালয়ে পাকা রাসত্মায় চরসিন্দুর বাজার সংলগ্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস