বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পলাশ উপজেলাধীন বালিয়া গ্রামে অবিস্থত ।
১৯৪০ সালে বালিযা গ্রামের একজন শিক্ষানুরাগী ব্যক্তি সুনীতি বালা চন্দ বিদ্যালয়ের জন্য জমিদান করেন এবং বিদ্যালটি প্রতিষ্ঠা করেন। প্রথমে তিনি নিজেই শিক্ষকতার কাজ করেন, পরে তার অনুপ্রেরনায় আরও কিছু শিক্ষানুরাগী ব্যক্তি শিক্ষকতার কাজ শুরু করেন। প্রথমে এটি একটি মাটির ঘর ছিল। পরে দেশ বন্ধু সুগারমিল কর্তৃপক্ষের সহায়তায় একটি আধা পাকা ভবন স্থাপন করা হয়। পরবর্ততে জাতীয় কারণ করা হলে ১৯৯৫ সালে একটি পাকা ভবন স্থাপন করা হয়।
১২ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৮৫%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৪%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
সুবিধাভোগী পরিবারেরসংখ্যা ১৪১ টি।
বিদ্যালয়টিতে শিশুদের উপস্থিতি বৃদ্ধি , শতভাগ ভর্তি, পাশের হার বৃদ্ধি ও ঝরে পড়া রোধ করা হয়েছে।
শতভাগ ভর্তি নিশ্চিত করন, ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনা উপস্থিতি ১০০% নিশ্চিত করন ও পাশের হার ১০০% ধরে রাখা।
উপজেলা হতে বিভিন্ন যানবহনে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়তের সুন্দর পাকা রাসত্মা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস