চরসিন্দুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চরসিন্দু বাজারের পার্শ্বে ১৯১৩ সালে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অধ্যাবধি অত্যামত্ম সুনামের সাথে সুলতানপুর গ্রামে স্বগৌরবে দাড়িয়ে আছে।চরসিন্দুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চরসিন্দু বাজারের পার্শ্বে ১৯১৩ সালে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অধ্যাবধি অত্যামত্ম সুনামের সাথে সুলতানপুর গ্রামে স্বগৌরবে দাড়িয়ে আছে।
তৎকালীন বিদ্যানুরাগী মহিউদ্দিন পন্ডিত ও তার স্ত্রী লুৎরুনসনেছা বেগমের অকামত্ম পরিশ্রম ও অর্থায়নে ১৯১৩ সালে বিদ্যালয়টি তথাকথিত পন্ডিত বাড়ীর স্কুল নামে জন্ম লাভ করে। পরে ১৯৭৩ সালে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে সরকারি করন করা হয়। বর্তমানে বিতদ্যায়টি শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যমত্ম চালু আছে। বরাবরই বিদ্যালয়ের ফলাফল ভাল। স্ব শিক্ষাক্রমিক কার্যক্রমে গল্পের বই্, ফুটবল, ক্রিকেট, লুডু, ধাবা লেখায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করছে এবং বিভিন্ন পরীক্ষায় সুনামের সহিত তাদের অবস্থান বজায় রাখছে।
কমিটি গঠনের তারিখ: ৩০/০৩/২০১০ খ্রি:
সদস্য সংখ্যাঃ ১২ জন (পুরুষ-৫ জন মহিলা-৭জন)
সদস্য সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক।
২০০৮ সাল- ১০০%, ২০০৯ সাল- ১০০%, ২০১০ সাল- ১০০%, ২০১১ সাল- ১০০% এবং ২০১২ সাল- ১০০%
চরসিন্দুর বাজারের পাশে অবস্থিত
ভবিষ্যতে এ বিদ্যালয়টিকে একটি আদর্শ , শিশুবান্ধব বিদ্যালয়ের রূপান্তকরণ।
ভবিষ্যৎ বিদ্যালয়টি ১০০% পাস এবং ১০০% উপস্থিতির নিশ্চয়তার প্রদানের ব্যবপক পরিকল্পন হাতে নেওয়া হয়েছে।
চরসিন্দুর বাজার থেকে পায়ে হেটে ৩মিনিটে স্কুলে পেৌছানো যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস