দক্ষিণ দেওড়া সরকারি পাথমিক বিদ্যালয়টি পলাশ উপজেলাধীন চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামে অবস্থিত।
ঐতিহ্যবাহী দক্ষিণ দেওড়া বিদ্যালয়টি ১৯৩৩ সালে গ্রামের উত্তর পূর্বপার্শ্বে অবস্থান লাভ করে । পরবর্তিতে ১৯৩৯ সনে জমি দাতা সাদত আলী আকন্দ আরও কয়েকজন জ্ঞানী গুনীদের সমন্বয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। কয়েক জন দাতা ৩৩ শতাশ জমি দান করেন। মাটির দেওয়াল, বাঁশের বেড়া ও টিনের ছাউনী দিয়ে বিদ্যালয়টির অবকাঠামো প্রতিষ্ঠা হয়। বর্তমানে বিদ্যালয়ে ০২ টি ভবন রয়েছে। একটি দ্বীতল ভবন এবং একটি আধা পাঁকা ভবন । আধাপাকা ভবন টি জরাজীর্ন ও পরিত্যাক্ত ।বিদ্যালয়টি এক শীফটে চালু আছে। বিদ্যালয়ের ফলাফল বরাবরই সমেত্মাষজনক।
অনুমোদনের তারিখঃ ৩০/০৩/২০১০ খ্রি:
কমিটির সদস্য সংখ্যাঃ ১২ জন (পুরুষ-৭ জন মহিলা-৫ জন)
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%,
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০% ,
২০১৩ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১৪ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
মোট ছাত্র ছাত্রীর ৪৫% হারে উপবৃত্তি পেয়ে আসছে।
বিদ্যালয়টিতে শিশুদের উপস্থিতি বৃদ্ধি ,পাশের হার বৃদ্ধি ও ঝরে পড়া রোধ করা হয়েছে।
শতভাগ ভর্তি নিশ্চিত করন, ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনার উপস্থিতি ১০০% নিশ্চিত করন ও পাশের হার ১০০% ধরে রাখা ।
উপজেলা থেকে বিদ্যালয়ে পাকা রাস্তায় ভাল যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
২০০৯ খ্রিস্টাব্দে সাধারণ বৃত্তি প্রাপ্ত ছাত্রী মোসাঃ শিমুলী বেগম, গ্রামঃ দক্ষিণ দেওড়া, ডাকঘরঃ পারুলিয়া, পলাশ, নরসিংদী
২০১০ খ্রিস্টাব্দে সাধারণ বৃত্তি প্রাপ্ত ছাত্র দুই জন হলোঃ
১) মোঃ সারোয়ার হোসেন আশিক, গ্রামঃ দক্ষিণ দেওড়া, ডাকঘরঃ পারুলিয়া, পলাশ, নরসিংদী
২) মোঃ মহিউদ্দিন, গ্রামঃ দক্ষিণ দেওড়া, ডাকঘরঃ পারুলিয়া, পলাশ, নরসিংদী
২০১৩ খ্রিস্টাব্দে সাধারণ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী দুইজন হলোঃ
১) ফাহমিদা কামাল ফিমা, গ্রামঃ দক্ষিণ দেওড়া, ডাকঘরঃ পারুলিয়া, পলাশ, নরসিংদী
২) জাইদুল ইসলাম তন্ময়, গ্রামঃ দক্ষিণ দেওড়া, ডাকঘরঃ পারুলিয়া, পলাশ, নরসিংদী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস