সুলতানপুর গ্রামের কৃতি সন্তান মরহুম ফিরোজ মিয়া সাহেবের অবদান এই স্কুল। ১৯৬৫সালে প্রতিষ্ঠা পায় এই স্কুল। অশিক্ষিত মানুষ গুলো শিক্ষিত হওয়ার সুযোগ লাভ করে এই স্কুলে লেখাপড়া করার মাধ্যমে।
এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব মরহুম আব্দুস সালাম তার পুত্র তেŠহিদের স্মরনে ১৯৬৫ খ্রি: ঐতিহ্যবাহী সুলতানপুর তৌহিদ মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেন। এই বিদ্যালয় সংলগ্ন একটি উচ্চ বিদ্যালয়ও তিনি প্রতিষ্ঠা করেন। উক্ত বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করণ করা হওয়ার পর থেকে অদ্যাবধি অত্যমত্ম সুনামের সহিত সুলতানপুরে স্ব-গৌরবে দাড়িয়ে আছে।
কমিটি গঠনের তারিখ: ১৮/০২/২০১০ খ্রি:
অনুমোদনের তারিখঃ ৩০/০৩/২০১০ খ্রি:
কমিটির সদস্য সংখ্যাঃ ১২ জন (পুরুষ-৭ জন মহিলা-৫জন)
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%, ১ জন সাধারন বৃত্তি।
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
সুবিধাভোগী পরিবারেরসংখ্যা ১২১ টি একক ১১৯ টি একাধিক ০২ টি।
বিদ্যালয়টিতে শিশুদের উপস্থিতি বৃদ্ধি ,পাশের হার বৃদ্ধি ও ঝরে পড়া রোধ করা হয়েছে।
শতভাগ ভর্তি নিশ্চিত করন, ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনার উপস্থিতি ১০০% নিশ্চিত করন ও পাশের হার ১০০% ধরে রাখা ।
উপজেলা থেকে বিদ্যালয়ে পাকা রাসত্মার ভাল যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস