নরসিংদী জেলাধীন পলাশ উপজেলার অর্ন্তগত ১২৯ নং চরসিন্দুর মৌজায় ১০৫ শতাংশ ভূমির উপর কলেজটি প্রতিষ্ঠিত। কলেজে একটি ত্রিতল ভবন, একটি একতলা বিজ্ঞান ভবন ও একটি টিনশেড ভবন বিদ্যমান। কলেজের মোট জমির পরিমান ৩.৪০ একর। কলেজের ত্রিতল ভবনের সম্মুখে একটি প্রশস্থ খেলার মাঠ
রয়েছে। কলেজ মাঠের দক্ষিন পার্শ্ব দিয়ে শিবপুর চরসিন্দুর সড়ক।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় ১৯৭২ সনে কলেজটি যাত্রা শুরু করে। কিন্তু ১৯৮১ সনের পর কলেজটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৯২সনে একজন ছাত্রী জামালপুর কলেজে যাওয়ার সময় নৌকাডুবিতে মৃত্যু ঘটলে তা এলাকার জনসাধারনের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় দলমত নির্বিশেষে সকলের সার্বিক প্রচেষ্ঠায় ১৯৯২ সালে কলেজটি পুনরায় যাত্রা শুরু করে। ১৯৯৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কলেজটিকে স্বীকৃতি প্রদান করে। ১৯৯৬ সালে শিক্ষা মন্ত্রণালয় কলেজটির শিক্ষক কর্মচারীদের বেতনের সরকারী অংশ প্রদান করে। কলেজটি সুষ্টুভাবে পরিচালিত হওয়ার স্বীকৃতি সরূপ ১৯৯৮ সালে অত্র কলেজে এইস, এস, সি পরীক্ষার কেন্দ্র স্থাপিত হয়।
একাদশ - ২১২ জন দ্বাদশ ২২৯ জন
সভাপতি : আলহাজ্ব মোঃ আনোয়ারুল আশরাফ খান
মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-২ পলাশ
এডহক কমিটি :আলহাজ্ব মোঃ কামরুল আশরাফ খান, দাতা সদস্য, মোঃ মোজাহিদুল ইসলাম তুষার, সদস্য, মোহাম্মদ মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি, মোঃ জহিরুল হক, অধ্যক্ষ / সদস্য সচিব।
সন |
পরীক্ষার্থীর সংখ্যা |
পাশের সংখ্যা |
পাশের হার |
২০০৯ |
১৩১ |
৫৯ |
৪৫.০৩% |
২০১০ |
২০৪ |
১১৬ |
৫৬.৮৬% |
২০১১ |
১৯৯ |
১২৯ |
৬৪.৮২% |
২০১২ |
২১২ |
১৭০ |
৮০.১৯% |
২০১৩ |
১৮৯ |
১৪১ |
৭৪.৬০% |
জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ। স্কাউট দলের জেলা পর্যায়ে পুরুস্কার লাভ। জাতীয় বিজ্ঞান মেলায় পুরুস্কার প্রাপ্ত। ২০০৮ সনের এইস, এস, সি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে পাশের হার শতভাগ।
ডিগ্রী পাশ ও অনার্স কোর্স খোলার জন্য বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ করে যাবতীয় তথ্যাদি ০১/১২/১১ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেয়া হয়েছে ভবিষ্যত মাষ্টার্স ডিগ্রী খোলার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ঢাকা সিলেট মহা সড়কের পাচঁদোনা থেকে পাকা রাস্তায় চরসিন্দুর বাজার সংলগ্ন। ঢাকা কিশোরগঞ্জ লিংক রোড চরসিন্দুর বাজার। চরসিন্দুর মনোহরদী সড়কের পা©র্শ্ব চরসিন্দুর বাজার সংলগ্ন। শিবপুর চরসিন্দুর সড়কের পা©র্শ্ব কলেজ। জেলা সদর হতে চরনগরদী হয়ে পাচঁদোনা মনোহরদী সড়কের সংযুক্ত হয়ে চরসিন্দুর কলেজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস