Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নাম
চরসিন্দুর বাজার
বিস্তারিত

প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিতে হয় চরসিন্দুর বাজারের সাথে। চরসিন্দুর বাজার একটি ঐতিহাসিক বাজার। এটা অনেক পুরাতন বাজার। অতীতে এখানে জাহাজে দুরদুরান্ত থেকে বিভিন্ন পন্যসামগ্রী আসত এবং এই এলাকার পন্য ক্রয় করে নিয়ে যেত। নৌকার সাড়ি লেগে থাকত শীতলক্ষা নদীর ঘাটে, যা বয়ে গেছে চরসিন্দুর বাজারের পশ্চিম পাশ ঘেসে। বাজারের কাছেই স্কুল, কলেজ প্রতিষ্ঠা লাভ করায় এই এলাকার গুরুত্তব বেড়ে গেছে জনমানুষের কাছে।

** চরসিন্দুর বাজারের দুই দিন হাট বসে মঙ্গল বার ও শুক্রবার। এই বাজারেরর প্রধান আকর্ষন জনপ্রিয় কলা (চাপা কলা, সপ্রি কলা, সাগর কলা)।

** তারপরই পশুর হাটের স্থান। প্রতি মঙ্গলবার বিকেলে গরু, ছাগল, মহিস, হাস-মুরগি, কবুতর পাবেন এখানে।

** সবজির জন্য এই হাট একটি প্রশিদ্ধ স্থান। বেগুন, শীম, আলু, কাচকলা, শাকসবজি কিনতে পারবেন প্রতি দিন যে কোন সময়।শীতের সবজী ফুলকপি, বাধা কপি, মুলা, গাজর, বিভিন্ন শিতের শাক।

** পাবেন শীতলক্ষার তাজা মাছ পাবেন যা আপনার মুখের রুচি বাড়াতে সক্ষম।

** এছাড়াও আপনি আপনার ঘরের প্রয়োজনীয় আসবাব ক্রয় করতে পারেন এই হাট থেকে।


ঠিকানা

সুলতানপুর, চরসিন্দুর, পলাশ, নরসিংদী।


ইজারা মূল্য
১৪,৫০,০০০/-
পরিচালনাকারী কর্তৃপক্ষ
আলমগীর হোসেন ভূইয়া
আয়তন
.০৪কি:মি:
চান্দিনা ভিটির সংখ্যা
৩৫০